হাতের লেখা খারাপে দায়ী ইন্টারনেট!

তরুণ শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ! বর্তমানে শিক্ষকেরা মোটেও আধুনিক প্রযুক্তির ওপর ভরসা করেন না। তাঁরা মনে করেন, বর্তমান যুগের ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, টেক্সট, সামাজিক যোগাযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পড়াশোনায় দক্ষতা, সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে। ভাষার ব্যবহার, তথ্য উদ্ধৃতির ব্যবহার, বড় অনুচ্ছেদ পড়া ও জটিল যুক্তি দিয়ে লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যায় ফেলছে ইন্টারনেট। সম্প্রতি শিক্ষকদের নিয়ে করা পিউ রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 
তবে, অনেক শিক্ষকই আবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে দুঃসংবাদ বলে মানতে নারাজ। টুইট, টেক্সটিংয়ের বিষয়গুলো বর্তমানে কোনো কাজে না এলেও ভবিষ্যতে এ ডিজিটাল বিষয়গুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যক্তিগত বক্তব্যের ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করছেন তাঁরা।
পিউ রিসার্চের গবেষণায় উঠে এসেছে, ৮৮ শতাংশ শিক্ষক বর্তমানে তাঁর ক্লাসে পড়ানোর সময় উদ্ধৃতি যুক্ত করা, বিভিন্ন উত্স থেকে তথ্য সংগ্রহ করে তা একত্রে লেখার কৌশল শেখান। ৭৫ শতাংশ শিক্ষকই মনে করেন, শিশুদের কপিরাইট বিষয়টি এবং অন্যের লেখা চুরি না করার বিষয়টি শেখানো উচিত। বর্তমানে সূত্র উল্লেখ না করেই শিক্ষার্থীদের মধ্যে অন্যের লেখা হুবহু বসিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এ ছাড়া তাঁরা মনে করেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে শিশুরা সবচেয়ে খারাপ করছে বানানে ও ব্যাকরণে।
জরিপে ৯০ শতাংশ শিক্ষক শিক্ষার্থীদের হাতে লেখার ওপর গুরুত্ব দিতে বলেছেন। শিক্ষকদের পরামর্শ হচ্ছে, শিক্ষার্থীদের সক্রিয়ভাবে চিন্তা করতে হবে, সৃজনশীলতা বাড়াতে হবে, নিজের হাতে লিখতে হবে এবং অন্যের লেখা চুরি করার প্রবণতা বাদ দিতে হবে।

সুত্রঃ Prothom Alo

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
ভোরের পাখি ব্লগ
© ভোরের পাখি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ধুমেরকুঠি, হারাগাছ, কাউনিয়া, রংপুর
ইমেইলঃ-bhorerpakhi.2006@gmail.com