দেশের ৭ম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা শুরু করছে ভোডাফোন।
পহেলা সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে সংযোগ। প্রাথমিকভাবে সত্তুর হাজার সিম নিয়ে যাত্রা শুরু করছে তারা।
তবে অন্যান্য ছয়টি অপারেটরের মতো থাকছেনা কোনো টু-জি সংযোগ। শুরু থেকেই গ্রাহকদের থ্রি-জি সেবা দেবে কোম্পানিটি। থ্রি-জি সেবাকে সহজলভ্য করতে সাশ্রয়ী থ্রি-জি সেটও বাজারে আনছে তারা।
উল্লেখ্য, ইতিপূর্বেও বাংলাদেশে মোবাইল সেবা দিতে আগ্রহী ছিলো ভোডাফোনের অধিকারী আশানিয়া কোম্পানি। একটেল (বর্তমান রবি) কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রস্তাবও দেয়া হয়েছিলো। কিন্তু তখন একটেলের অনাগ্রহে সম্ভব হয়নি তা। সম্প্রতি ‘টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাৎকারে ভোডাফোনের সিইও জানান, তারা বাংলাদেশের ব্যাপারে আশাবাদী। দেশে বর্তমানে টেলিটক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল এই ছয়টি মোবাইল অপারেটর থাকলেও থ্রি-জি সেবা দিচ্ছে একমাত্র টেলিটক। ফলে, উন্নত সেবা পাবার আশায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও ভোডাফোনের ব্যাপারে তরুণদের উৎসাহী দেখা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন