ইউটিউবে কাজ বলতে কি শুধু ভিডিও দেখা বোঝায়? নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, ইউটিউব শুধু বিনোদনেরই নয় এটি গবেষণার কার্যকর একটি উপকরণ।
গবেষকেরা ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন, গুগলের এ ভিডিও ওয়েবসাইটটি নানা ক্ষেত্রেই গবেষণার জন্য কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।
আমস্টারডামের ভিইউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘ইউটিউব অ্যাজ রিসার্চ টুল-- থ্রি অ্যাপ্রোচেস’ নামের একটি গবেষণা করেছেন। তাঁরা ইউটিউবে থাকা মিডিয়া কনটেন্টের প্রভাব বিশ্লেষণ এবং কিশোরদের ওপর এর প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউটিউবের ভিডিওতে করা মন্তব্য, বিভিন্ন মিডিয়া কনটেন্টের প্রভাবসহ নানা বিষয়ে ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষকেরা। গবেষণায় তাঁরা দেখেছেন, ইউটিউবকে শক্তিশালী ও কার্যকর গবেষণা উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।
সাইবার সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাময়িকীর সম্পাদক ব্রেন্ডা কে উইদারহোল্ড এ প্রসঙ্গে জানিয়েছেন, গবেষকেরা ইউটিউবের কার্যকর ব্যবহার নিয়ে দারুণ একটি গবেষণা করেছেন। সিস্টেমিক রিসার্চের ক্ষেত্রে ইউটিউব কার্যকর ভূমিকা রাখতে পারে গবেষণায় তাঁরা সে বিষয়টি প্রমাণ করেছেন।
গবেষকেরা ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন, গুগলের এ ভিডিও ওয়েবসাইটটি নানা ক্ষেত্রেই গবেষণার জন্য কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।
আমস্টারডামের ভিইউ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘ইউটিউব অ্যাজ রিসার্চ টুল-- থ্রি অ্যাপ্রোচেস’ নামের একটি গবেষণা করেছেন। তাঁরা ইউটিউবে থাকা মিডিয়া কনটেন্টের প্রভাব বিশ্লেষণ এবং কিশোরদের ওপর এর প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউটিউবের ভিডিওতে করা মন্তব্য, বিভিন্ন মিডিয়া কনটেন্টের প্রভাবসহ নানা বিষয়ে ইউটিউবের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষকেরা। গবেষণায় তাঁরা দেখেছেন, ইউটিউবকে শক্তিশালী ও কার্যকর গবেষণা উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।
সাইবার সাইকোলজি, বিহেভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাময়িকীর সম্পাদক ব্রেন্ডা কে উইদারহোল্ড এ প্রসঙ্গে জানিয়েছেন, গবেষকেরা ইউটিউবের কার্যকর ব্যবহার নিয়ে দারুণ একটি গবেষণা করেছেন। সিস্টেমিক রিসার্চের ক্ষেত্রে ইউটিউব কার্যকর ভূমিকা রাখতে পারে গবেষণায় তাঁরা সে বিষয়টি প্রমাণ করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন