অনেক ফেসবুক ব্যবহারকারীই কোন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তা এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ার করেন। এ সুযোগটি কাজে লাগিয়ে মুঠোফোনে তাৎক্ষণিকভাবে খবর পাঠ করার সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক-ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ফেসবুকের খবর পাঠের এ সেবাটিকে অভ্যন্তরীণভাবে ‘রিডার’ বলা হচ্ছে। এ সেবা মূলত ফেসবুক ব্যবহারকারী ও সংবাদ প্রকাশকদের খবর বিশেষ ফরম্যাটে মুঠোফোনে প্রদর্শিত হবে।
খবর পাঠের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ফ্লিপবোর্ডের মতোই কাজ করবে ফেসবুকের রিডার সেবাটি। এক বছর ধরে গোপনে এ প্রকল্পটি নিয়ে কাজ করছে ফেসবুক। তবে কবে নাগাদ মোবাইলে খবর পড়ার এ সুবিধা চালু হবে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
একটি মন্তব্য পোস্ট করুন