আলট্রাবুক মানেই হালকা-পাতলা ল্যাপটপ। এবারে ‘ব্লেড’ নামে আলট্রাবুক বিভাগেই বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত রেজার।
১৪ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লেযুক্ত এ ল্যাপটপটি মাত্র ১৭ মিলিমিটার পুরু। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
১৬০০ বাই ৯০০ পিক্সেল রেজুলেশনের আলট্রাবুকটিতে রয়েছে এনভিডিয়ার তৈরি দুই গিগাবাইট গ্রাফিকস কার্ড, ৮ গিগাবাইট র্যাম ও ইনটেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর।
গেম খেলার জন্য বিশেষভাবে তৈরি উইন্ডোজ ৮নির্ভর রেজারের এ আলট্রাবুকটিতে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ১২৮ গিগাবাইট থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত সাটা সলিড স্ট্রেট ড্রাইভ।
জুন মাস থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে এ আলট্রাবুক। আর দাম পড়বে এক হাজার ৮০০ মার্কিন ডলার।
একটি মন্তব্য পোস্ট করুন