সর্বশেষ আপডেট
Print this Page
সকল পোষ্টসমূহ

Janala_Khule


Shorge Jete Chaina(SumirBd.Mobi).mp3 (4.5mb)
» Shondha Tara(SumirBd.Mobi).mp3 (2.79mb)
» Shishir Bheja(SumirBd.Mobi).mp3 (3.34mb)
» Shawpna Chokhe(SumirBd.Mobi).mp3 (3.67mb)
» Palai Cholo(SumirBd.Mobi)
Megher Bhelay(SumirBd.Mobi).mp3 (3.33mb)
» Janala Khule(SumirBd.Mobi).mp3 (4.92mb)
» Hawyar Khonje(SumirBd.Mobi).mp3 (3.85mb)
» Dekhe Tomay(SumirBd.Mobi).mp3 (4.64mb)
» Chhuti(SumirBd.Mobi).mp3
Bhalobashi Bolle Jodi(SumirBd.Mobi).mp3 (3.04mb)»
 Ashbe Tumi(SumirBd.Mobi).mp3 (4.88mb
http://doridro.net/listen/zE65COo8/4d985fc3540d8f9a92c58c46efa8ef1c/Ami Sunechi Shedin Tumi.mp3
0 comments

Ami Shunechi Sedin Naki

0 comments

Bhoot FM Aug 23, 2013 Recorded Episode. 23-08-2013 Bhoot FM.


2013 Bhoot FM Episodes
   
Missed the Bhoot FM Aug 23, 2013 Episode? Live abroad where Radio Foorti is not available? You can now download the Bhoot FM 23-08-2013 Episode and enjoy them at your convenient time.            


Bhoot FM Aug 23, 2013 Recorded Episode. 23-08-2013 Bhoot FM.  


0 comments

দেশের ৭ম মোবাইল অপারেটর ভোডাফোন

দেশের ৭ম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা শুরু করছে ভোডাফোন।
পহেলা সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে সংযোগ। প্রাথমিকভাবে সত্তুর হাজার সিম নিয়ে যাত্রা শুরু করছে তারা।
তবে অন্যান্য ছয়টি অপারেটরের মতো থাকছেনা কোনো টু-জি সংযোগ। শুরু থেকেই গ্রাহকদের থ্রি-জি সেবা দেবে কোম্পানিটি। থ্রি-জি সেবাকে সহজলভ্য করতে সাশ্রয়ী থ্রি-জি সেটও বাজারে আনছে তারা।
উল্লেখ্য, ইতিপূর্বেও বাংলাদেশে মোবাইল সেবা দিতে আগ্রহী ছিলো ভোডাফোনের অধিকারী আশানিয়া কোম্পানি। একটেল (বর্তমান রবি) কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রস্তাবও দেয়া হয়েছিলো। কিন্তু তখন একটেলের অনাগ্রহে সম্ভব হয়নি তা। সম্প্রতি ‘টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাৎকারে ভোডাফোনের সিইও জানান, তারা বাংলাদেশের ব্যাপারে আশাবাদী। দেশে বর্তমানে টেলিটক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল এই ছয়টি মোবাইল অপারেটর থাকলেও থ্রি-জি সেবা দিচ্ছে একমাত্র টেলিটক। ফলে, উন্নত সেবা পাবার আশায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও ভোডাফোনের ব্যাপারে তরুণদের উৎসাহী দেখা গেছে।
0 comments

গুগল আনছে নতুন ‘নেক্সাস ১০’

বড় মাপের ট্যাবলেট ভক্তদের জন্য সুখবর। গুগল সম্প্রতি ১০ ইঞ্চি মাপের নতুন সংস্করণের একটি নেক্সাস ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।
২৪ জুলাই গুগলের কর্মকর্তা সুন্দর পিসাই গুগল ‘নেক্সাস ১০’ ট্যাবলেটের খবর নিশ্চিত করেছেন।গুগল জানিয়েছে, নেক্সাস ১০ ট্যাব তৈরি করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের অক্টোবর নাগাদ নেক্সাস ট্যাবটি বাজারে আসতে পারে।২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি রেজুলেশনের ট্যাবলেট কম্পিউটার ‘নেক্সাস ৭’-এর ঘোষণা দিয়েছিল গুগল। প্রতি ইঞ্চিতে ৩৩৪ পিক্সেল ঘনত্বের এ ট্যাবলেটের ডিসপ্লে অ্যাপলের আইপ্যাডের চেয়েও উন্নত। গুগলের দাবি, ‘নেক্সাস ১০’ হবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের একটি প্রযুক্তিপণ্য। বাজারে আইপ্যাডকে টেক্কা দিতেই আসবে নতুন সংস্করণের নেক্সাস ১০।
সুত্রঃ প্রথমআলো
0 comments

Bhoot FM Jul 19, 2013 Recorded Episode.


2013 Bhoot FM Episodes
   
Missed the Bhoot FM Jul 19, 2013 Episode? Live abroad where Radio Foorti is not available? You can now download the Bhoot FM 19-07-2013 Episode and enjoy them at your convenient time.            


Bhoot FM Jul 19, 2013 Recorded Episode. 19-07-2013 Bhoot FM.  


0 comments

হাতের লেখা খারাপে দায়ী ইন্টারনেট!

তরুণ শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ! বর্তমানে শিক্ষকেরা মোটেও আধুনিক প্রযুক্তির ওপর ভরসা করেন না। তাঁরা মনে করেন, বর্তমান যুগের ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, টেক্সট, সামাজিক যোগাযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পড়াশোনায় দক্ষতা, সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে। ভাষার ব্যবহার, তথ্য উদ্ধৃতির ব্যবহার, বড় অনুচ্ছেদ পড়া ও জটিল যুক্তি দিয়ে লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যায় ফেলছে ইন্টারনেট। সম্প্রতি শিক্ষকদের নিয়ে করা পিউ রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 
তবে, অনেক শিক্ষকই আবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে দুঃসংবাদ বলে মানতে নারাজ। টুইট, টেক্সটিংয়ের বিষয়গুলো বর্তমানে কোনো কাজে না এলেও ভবিষ্যতে এ ডিজিটাল বিষয়গুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যক্তিগত বক্তব্যের ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করছেন তাঁরা।
পিউ রিসার্চের গবেষণায় উঠে এসেছে, ৮৮ শতাংশ শিক্ষক বর্তমানে তাঁর ক্লাসে পড়ানোর সময় উদ্ধৃতি যুক্ত করা, বিভিন্ন উত্স থেকে তথ্য সংগ্রহ করে তা একত্রে লেখার কৌশল শেখান। ৭৫ শতাংশ শিক্ষকই মনে করেন, শিশুদের কপিরাইট বিষয়টি এবং অন্যের লেখা চুরি না করার বিষয়টি শেখানো উচিত। বর্তমানে সূত্র উল্লেখ না করেই শিক্ষার্থীদের মধ্যে অন্যের লেখা হুবহু বসিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এ ছাড়া তাঁরা মনে করেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে শিশুরা সবচেয়ে খারাপ করছে বানানে ও ব্যাকরণে।
জরিপে ৯০ শতাংশ শিক্ষক শিক্ষার্থীদের হাতে লেখার ওপর গুরুত্ব দিতে বলেছেন। শিক্ষকদের পরামর্শ হচ্ছে, শিক্ষার্থীদের সক্রিয়ভাবে চিন্তা করতে হবে, সৃজনশীলতা বাড়াতে হবে, নিজের হাতে লিখতে হবে এবং অন্যের লেখা চুরি করার প্রবণতা বাদ দিতে হবে।

সুত্রঃ Prothom Alo

0 comments

Bhoot FM Jul 12, 2013 Episode


2013 Bhoot FM Episodes
   
Missed the Bhoot FM Jul 12, 2013 Episode? Live abroad where Radio Foorti is not available? You can now download the Bhoot FM 12-07-2013 Episode and enjoy them at your convenient time.            


Bhoot FM Jul 12, 2013 Recorded Episode. 12-07-2013 Bhoot FM.  

0 comments

রোজায় কিডনি রোগীর জীবনযাপন


রমজান মাসে খাদ্যাভ্যাস ও খাদ্যগ্রহণের সময়ে পরিবর্তন আসে, পরিবর্তিত হয় জীবনযাপন প্রণালীতেও। এই পরিবর্তনের কারণে অনেকেরই দেখা দেয় সাধারণ কিছু শারীরিক সমস্যা। চিকিৎসকের পরামর্শ ও খাদ্য তালিকার প্রতি মনোযোগের মাধ্যমে সহজেই এসব সমস্যা এড়ানো সম্ভব। বিশেষ করে কিডনি রোগীদের এ সময় যত্নবান হওয়া উচিত। শরীরের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে কিডনি। শরীরের সব বর্জ্য কিডনির মাধ্যমে বের হয়। প্রসাব তৈরি ছাড়াও শরীরে পানি ও লবণের সমতা রক্ষা করে, বিভিন্ন হরমোন তৈরির মাধ্যমে রক্ত তৈরিতে সাহায্য করে। এ ছাড়া শরীরের ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে।
দুভাবেই কিডনি বিকল হতে পারে। যেমন- আকস্মিক কিডনি বিকল ও ধীরগতিতে কিডনি বিকল। সাধারণত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকে ধীরগতিতে কিডনি বিকল হয়। বিশ্বের উন্নত দেশগুলোতে ডায়াবেটিসই ধীরগতিতে কিডনি বিকলের প্রথম ও প্রধান কারণ কিন্তু বাংলাদেশে কিডনির ইনফেকশন বা প্রদাই ধীরগতিতে কিডনি বিকলের প্রথম ও প্রধান কারণ। তাই শিশুদের চর্মরোগ বা স্ক্যাবিস এবং গলাব্যথা বা টনসিলাইটিস হলে অবশ্যই চিকিৎসা করাতে হবে, কোনোভাবেই অবহেলা করা ঠিক নয়। ধীরগতিতে কিডনি বিকলের হাত থেকে রক্ষা পেতে- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।* ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ কিংবা এন্টিবায়োটিক খাওয়া যাবে না।*পরিবারে কারও কিডনি রোগ থাকলে আজই আপনার কিডনি রোগ আছে কিনা পরীক্ষা করে জেনে নিন। * প্রস্রাবে প্রদাহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে নিন এবং চিকিৎসা নিন। প্রচুর পরিমাণে পানি পান করুন এবং প্রস্রাব আটকে রাখবেন না। এ ছাড়া আকস্মিক কিডনি বিকলের অনেক কারণ রয়েছে। বাংলাদেশে সাধারণত ডায়রিয়ার কারণেই আকস্মিক কিডনি বিকল হয়। তাই মনে রাখতে হবে- ডায়রিয়া হলে পানিশূন্যতা যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। স্যালাইন ও পানি পান করতে হবে। িবমি হলে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিশূন্যতা যেন না হয়। * অনেক সময় মহিলাদের প্রসবকালীন প্রচুর রক্তক্ষরণের কারণে আকস্মিক কিডনি বিকল হতে পারে, তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। * গর্ভপাত বা Abortion-এর কারণে অনেক সময় Septicaemia হয়েও আকস্মিক কিডনি বিকল হয়। তাই মহিলাদের সতর্ক হতে হবে। * অনেক সময় Blood clot-এর মাধ্যমেও মূত্রনালিতে Blockedge হয়েও আকস্মিক কিডনি বিকল হতে পারে। কিডনি রোগ যাতে না হয় সেদিকে প্রতিকার ও প্রতিরোধক ব্যবস্থা নিতে করতে হবে। প্রচুর পানি পান করতে হবে। প্রস্রাব আটকে রাখা যাবে না। ওষুধ গ্রহণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফলমূলে রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে বলে পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে খোসা ফেলে খেতে হবে। সর্বপরি সচেতন হতে হবে।
লেখক : সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট
অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি।

0 comments

ক্যান্সার ঠেকাবে সালাদ!

salad
বাদ্যযন্ত্র ছাড়া গান যেমন সৌন্দর্য-হারা, তেমনই সালাদ ছাড়া খাবারও তার রুচি-হারা। ভোজনবিলাসীরা ছাড়া অনেকে হয়তো সালাদকে অতোটা উচু আসনে বসাতে চাইবেন না। কিন্তু উপকারীতার কথা শুনলে তারাও সালাদের পক্ষে আসবেন। সম্প্রতি এক ব্রিটিশ গবেষণায় প্রমাণ মিলেছে, গ্রিন টি, ডালিম, হলুদ ও ব্রোকলির নির্যাসের এক পরিমিত সংমিশ্রণ (সালাদ) ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এতে আরো বলা হয়, ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে ডালিম এক ঔষধি ভূমিকা রাখে। সালাদ স্বাস্থ্যসচেতন মানুষের ম্যানুতে থাকবেই। যারা অলস তারা হয়তো বাড়তি হিসেবে গতানুগতিক খাবারের বাইরে সালাদের আয়োজন করতে চান না। কিন্তু এটা ঠিক নয়। যদি ক্যান্সারের মত রোগের দাওয়াই হয়ে উঠে সালাদ, তাহলে কেন আলসেমি?
ক্যান্সার সঞ্জীবনী সালাদের যে তরিকা (রেসিপি) দিয়েছেন তার একটা নমুনা নিচে উল্লেখ করা হল :
যা লাগবে-
ছোট করে কাটা ২ কাপ ব্রোকলি
১ কাপ মটরশুঁটি
২ কাপ সিদ্ধ শিমের বিচি
২ কাপ লাল ক্যাপসিকাম
১ টেবিল চামচ হলুদ
১ টি ডালিমের দানা
১ কাপ সিদ্ধ মটর ডাল
১ কাপ পেয়াজ কুঁচি
৬/৭ টি রসুনের কোয়া
১ টেবিল চামচ জিরা
১ টেবিল চামচ অলিভ অয়েল
২ কাপ লেটুস পাতা কুঁচি
লবন পরিমানমত
গোলমরিচ গুঁড়া পরিমানমত
তৈরি প্রণালী-
একটি ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে পেয়াজ আর রসুন ভেঁজে নিন। পেয়াজ রসুন নরম হয়ে এলে হলুদ, জিরা, লবন ও গোলমরিচের গুঁড়া দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এবার মটরশুঁটি, ব্রোকলি, লাল ক্যাপসিকাম দিয়ে দিন। নাড়াচাড়া করে অল্পকিছুক্ষণ পরই সিদ্ধ শিমের বিচি ও মটর ডাল দিয়ে নাড়াচাড়া করুন।
একটি বড় পাত্রে নামিয়ে ডালিম দানা ও লেটুস পাতা দিয়ে পরিবেশন করুন ক্যান্সার প্রতিরোধী এই সালাদ।
0 comments
 
ভোরের পাখি ব্লগ
© ভোরের পাখি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ধুমেরকুঠি, হারাগাছ, কাউনিয়া, রংপুর
ইমেইলঃ-bhorerpakhi.2006@gmail.com